খবর

হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ-অবরোধ-ভাংচুর

বাসে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ-অবরোধ-ভাংচুর করেছে ঢাকার শিক্ষার্থীরা। গতকালের মতো রবিবারও কয়েকটি স্থানে রাস্তায় অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা।

এদিকে, বাস ভাড়া হাফ দিতে চাওয়ায় শিক্ষার্থীকে নাযেহাল ও ধর্ষণের হুমকি দেয়ায় অভিযুক্ত পরিবহণ শ্রমিককে গ্রেপ্তার ও হাফ ভাড়া চালুর দাবিতে ২১ নভেম্বর সকালে বকসীবাজারে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে ছাত্রীরা।

এর আগে, ২০ নভেম্বর ঢাকার দনিয়া, উত্তরা, মোহাম্মদপুর, আগারগাঁও, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবে গণপরিবহনে ভাড়া অর্ধেক করার দাবিতে একাধিক বাসে ভাংচুর চালিয়েছে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, মোহাম্মদপুর সরকারি স্কুল, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সম্প্রতি ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হলে তিন দিনের পরিবহন ধর্মঘটের পর গত ৭ নভেম্বর সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বাস মালিকদের সভায় বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানো হয়।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১৮ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Half pass protests in dhaka
Rate this post

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page