১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : আবেদন ১ সেপ্টেম্বর থেকে


এডু ডেইলি ২৪ আগস্ট ৩০, ২০১৪, ৪:৪৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩২ অপরাহ্ন
১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : আবেদন ১ সেপ্টেম্বর থেকে

১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (২০১৪) অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করতে হবে এসএমএসে। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা।
অনলাইনে পূরণ করা আবেদনের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র “ঢাকা জিপিও বক্স নম্বর ১০৩, ঢাকা-১০০০” ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে  ১৫ অক্টোবরের মধ্যে।
‘স্কুল পর্যায়’ ও ‘স্কুল পর্যায়-২’ এর আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮.৩০টা থেকে দুপুর ১২.৩০ টা এবং কলেজ পর্যায়ের আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) সকাল ০৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানা যাবে এই বিজ্ঞপ্তিতে- http://ntrca.teletalk.com.bd/docs/circulation.pdf

Rate this post

Leave a Reply

BD Results App