১১ এপ্রিলের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল
হরতালের কারণে বৃহস্পতিবারের (১১ এপ্রিল) এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামীকাল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সকালের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কাল বিকেলের পরীক্ষা হবে শুক্রবার দুপুর দুইটা থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত।
পূর্ব নির্ধারিত পরীক্ষার সূচি অনুযায়ী, বৃহস্পতিবার অর্থনীতি, পদার্থ, ব্যবসায় নীতি ও প্রয়োগসহ কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল। ওই দিন হরতাল থাকায় এ পরীক্ষা পেছোনো হয়েছে বলে জানা গেছে।