১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ২৪, ২০১৮, ২:১৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩০ অপরাহ্ন / ৭১
১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (২৩.৪.২০১৮) প্রকাশিত এ ফলাফলে মোট ১৯,৮৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিদ্যালয়-২ পর্যায়ে ৬২৪ জন, বিদ্যালয় পর্যায়ে ১৫,৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩,৮৭৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।
পরীক্ষার ফল পাওয়া যাবে www.ntrca.gov.bd ওয়েবসাইটে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক মোবাইলেও এসএমএস করে ফল জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএসে জানানো হবে।
উল্লেখ্য, গত বছরের (২০১৭) ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় ওই তিন পর্যায়ে মোট ১,৬৬,৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

Rate this post