১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল আজ (২৭ নভেম্বর ২০১৮, মঙ্গলবার) প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
ফল জানা যাবে এনটিআরসিএ’র ওয়েবসাইটে: http://ntrca.teletalk.com.bd/result/index.php । এ সাইটে রোল নম্বর টাইপ করে পরীক্ষার ফলাফল জানা যাবে । এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
গত ২৪ জুন থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হয়
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩১ অক্টোবর ২০১৭ তারিখে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। ২৬.০২ শতাংশ প্রার্থী প্রিলিমিনারি তে পাস করে। চলতি বছর ২৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর, গত ২৪ জুন থেকে ৯ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।