১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬ ও ২৭ জুলাই
১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। স্কুল (মাধ্যমিক) ও স্কুল-২ (সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা ও কারিগরি) পর্যায়ের লিখিত পরীক্ষা ২৬ জুলাই (শুক্রবার) এবং কলেজ পর্যায়ে ২৭ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে। ইতোপূর্বে অনুষ্ঠিত ১৫তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা ১ লাখ ৫২ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
২৬ জুলাই (শুক্রবার)স্কুল (মাধ্যমিক) পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন এবং স্কুল-২ পর্যায়ে ৪ হাজার ১২৯ জন প্রার্থী অংশ নেবেন। সারাদেশে ৪৪টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ১২টায় পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ জুলাই (শনিবার) উচ্চ মাধ্যমিকে কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের লিখিত পরীক্ষায় সারাদেশে ৭৩টি কেন্দ্রে ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী অংশ নেবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত চলবে এ লিখিত পরীক্ষা।
লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রবেশপত্র এনটিআরসিএ’র নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস দিয়ে পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এরপর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। ১৫তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ জন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে বলেও জানান এনটিআরসিএ’র চেয়ারম্যান। উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এরপর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল ২০১৯ তারিখে। ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।