১৫তম শিক্ষক নিবন্ধন ভাইভা : বিজনেস স্টাডিজ

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ভাইভা
স্কুল পর্যায় : বিজনেস স্টাডিজ
ভাইভার তারিখ : ২৬ নভেম্বর ২০১৯। ৪ নম্বর বোর্ড।
লিখেছেন : মিথুন রাণী

আমি – অনুমতি নিয়ে ভেতরে ঢুকে সালাম দিলাম।
বোর্ডে ৩ জন ছিলো।
১ম জন- বসুন।

১ম জন – নাম কি ? কোথা থেকে এসেছেন? কোন কলেজ? সাবজেক্ট কি?
আমি – বললাম সব ।

১ম জন- আমলাতন্ত্র নাম শুনেছেন? জনক কে ?
আমি: বললাম।

১ম জন – আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বলতে পারবেন?
আমি- সরি স্যার,এই মুহূর্তে মনে আসছে না।

২য় জন – একমালিকানা কারবারের কিছু উপযুক্ত ক্ষেত্র আছে । বলতে পারবেন?
আমি- ৪,৫ টা বলতেই ওকে।

২য় জন – আপনার প্রতিষ্ঠানে কর্মীরা কাজ না করলে কী করবেন?
আমি- বললাম।

২য় জন – নেতিবাচক প্রেষণা নাম শুনেছেন?
আমি – প্রথমে পারছিলাম না। পরে আবার জিজ্ঞেস করছিল।
উত্তরটা উনি আমাকে একটু সহজ করে দিসিল তখন বলতে পারছিলাম ‌। তখন উনি বলতেছিল এটাই জানতে চাচ্ছিলাম। এটা বলতে হবে তো।

২য় জন – পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কি ?
আমি বললাম।

২য় জন – মাসলোর চাহিদা সোপান তত্ত্ব সম্পর্কে বলেন।
আমি- সুন্দর ভাবে গুছিয়ে বললাম।
২য় জন – ওকে।

আমি- থ্যাঙ্ক ইউ স্যার বলে চলে আসলাম।
( প্রথমে একটা উত্তর না পারাতে মনে হচ্ছিল তারা অসন্তুষ্ট ছিল। লাস্ট পর্যন্ত তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা সন্তুষ্ট )

নোট : ভাইভার আগে বোরাক টাওয়ারের (এনটিআরসিএ দপ্তর) অপোজিটে বোর্ড চার্ট দেখে ভেতরে ঢুকবেন। নয়তো ৪, ৫ তলা থেকে আবার নেমে পরে নিচের নোটিশ বোর্ডে এসে দেখতে হবে যে, আপনি কোন বোর্ডে ভাইভা দিবেন।


(ফেসবুক থেকে সংগৃহীত)