১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (২০১৯) বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যায়নের লক্ষ্যে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (২০১৯) বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ১৪ পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম ও অন্যান্য দরকারি তথ্য উল্লেখ করা হয়।

আবেদনের শ্রেণি বিন্যাস :
• স্কুল পর্যায় বলতে সহকারী শিক্ষক, শরীরচর্চা শিক্ষক, সহকারী মৌলবি, এবতেদায়ি প্রধান ও প্রদর্শক পদকে বুঝায়।
• স্কুল পর্যায়-২ বলতে ট্রেড ইন্সট্রাক্টর, জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক (সাধারণ) ও এবতেদায়ি ক্বারী পদ বুঝায়।
• কলেজ পর্যায় বলতে প্রভাষক/ইন্সট্রাক্টর (টেক)/ইন্সট্রাক্টর (নন-টেক) পদকে বুঝায়।

আবেদন শুরু : ২৮ মে ২০১৯ (বেলা ৩টা)
আবেদন শেষ : ১৯ জুন ২০১৯ (সন্ধ্যা ৬টা)

আবেদন করতে হবে অনলাইনে এই লিংক থেকে : ntrca.teletalk.com.bd
আবেদন অর্থাৎ নিবন্ধন পরীক্ষার ফি (৩৫০ টাকা) জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সংযোগ থেকে।

প্রিলিমিনারি পরীক্ষা : ৩০ আগস্ট ২০১৯, শুক্রবার।
■ সকাল ১০টা থেকে ১১টা; স্কুল ও স্কুল পর্যায়-২।
■ বিকেল ৩টা থেকে ৪টা; কলেজ পর্যায়।
লিখিত পরীক্ষা :
■ স্কুল ও স্কুল পর্যায়-২ : ১৫ নভেম্বর সকাল ০৯ টা থেকে ১২ টা।
■ কলেজ পর্যায় : ১৬ নভেম্বর সকাল ০৯ টা থেকে ১২ টা ।

http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ও দরকারি সব তথ্য পাওয়া যাবে।

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (২০১৯) বিজ্ঞপ্তি পেতে ক্লিক করুন :

অথবা এই লিংকে https://edudaily24.com/wp-content/uploads/2019/05/NTRCA-16th-Exam-Circular-2019.pdf