১৭ জেলায় প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর

১৭ জেলায় প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (লিখিত) হবে আগামী ৩০ অক্টোবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ পরীক্ষা সকাল ১০টা থেকে ১১.২০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে  ১৭ জেলায় এ পরীক্ষা হচ্ছে। জেলাগুলো হলো- বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।