২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সূচি
২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সম্ভাব্য/খসড়া সময়মসূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে মতামত চাওয়া হয়েছে। ১ নভেম্বর পর্যন্ত মতামত যে কেউ মতামত দিতে পারবে ইমেইলে (ds_sec1@ moedu.gov.bd)।
এ সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু করে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ১০ মার্চ ২০১৫ তারিখে।
সবার মতামত নেওয়ার পরই সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২০১৫ সনের অনুষ্ঠেয় এসএসসি, এসএসসি(ভোকেশনাল), দাখিল ও দাখিল(ভোকেশনাল) পরীক্ষার সম্ভাব্য/খসড়া সময়সূচি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে-
http://www.moedu.gov.bd/