২০১৫ সালের জেএসসি পরীক্ষার পুন:নিরীক্ষণ ফলাফল প্রকাশ

২০১৫ সালের জেএসসি পরীক্ষার পুন:নিরীক্ষণ ফলাফল আজ (৩০ জানুয়ারি ২০১৬) দুপুরে প্রকাশিত হয়েছে। একই দিন সব বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণ ফলাফল প্রকাশ হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব শিক্ষার্থী আশানুরূপ ফলাফল পায়নি, তাদেরকে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত উত্তরপত্র পুন:নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল। ৮টি বোর্ডের ৬৩,৯৮৭ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল পাওয়া যাবে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে
ঢাকা শিক্ষা বোর্ড : http://dhakaeducationboard.gov.bd/data/20160130140440680634.pdf
চট্টগ্রাম শিক্ষা বোর্ড : http://www.bise-ctg.gov.bd/attachments/article/846/scan0135.pdf