২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি
২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়া সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরু হবে ৬ মে ২০১৭ তারিখ থেকে। ৬/৫/২০১৭ থেকে ২৫/৫/২০১৭ তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হবে বেলা ২টা থেকে। ২৯/৫/২০১৭ থেকে ৭/৬/২০১৭ তারিখ (রমজান মাসে) পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।
অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি / রুটিন পাওয়া যাবে এই লিংকে- http://www.nu.edu.bd/home/all_notice_download_content/Examination/April_2017/notice_963_pub_date_11042017.pdf