২০১৬ সালের এইচএসসি ও সমমানের ফলাফল আগামীকাল


এডু ডেইলি ২৪ প্রকাশ: আগস্ট ১৭, ২০১৬, ৩:৩০ অপরাহ্ন / আপডেট: জুন ১৮, ২০২৩, ২:২৬ অপরাহ্ন /
২০১৬ সালের এইচএসসি ও সমমানের ফলাফল আগামীকাল

২০১৬ সালের এইচএসসি ও সমমানের ফলাফল আগামীকাল (১৮ আগস্ট) প্রকাশিত হবে। ১৮ আগস্ট সকালে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতার পর দুপুরে শিক্ষার্থী-অভিভাবকরা অনলাইন, এসএমএস ও স্ব-স্ব শিক্ষাপ্রকিষ্ঠানে ফলাফল জানতে পারবেন।
ফলাফল পাওয়া যাবে স্ব স্ব কলজ ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে- www.educationboardresults.gov.bd
এসএমএসে ফলাফল :
যেকোনো মোবাইল সংযোগ থেকে এসএমএসে ফলাফল পেতে
HSC<space>বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর<space>Roll<space>Year টাইপ করে মেসেজ পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: HSC Dha 123456 2016
গত ৩ এপ্রিল থেকে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হয় ২২ জুন ২০১৬ তারিখ। শিক্ষামন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ২ মাস বা ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। প্রতি বছর এ নিয়ম মেনে পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ হয়ে আসছে।
hsc result 2016
উল্লেখ্য, কয়েক দিন অাগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, এইচএসসি ও সমমানের ফলাফল ১৬ থেকে ২০ আগস্টের মধ্যে প্রকাশ হবে। আজ তারিখ নিশ্চিত হলো। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১২,১৮,৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। যা গত বছরের তুলনায় ১,৪৪,৭৪৪ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬,৫৪,১১৪ জন ও ছাত্রী ৫,৬৪,৫১৪ জন। এ বছর দেশে ৮,৫৩৩টি প্রতিষ্ঠানে ২,৪৫২টি কেন্দ্রে এবং বিদেশে সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ।

Rate this post