২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৩ এপ্রিল থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন / সময়সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১১ থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষায় এবার আগে বহু নির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা হবে।
সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা বোর্ডের আলিম, কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (ব্যবসায় ব্যস্থাপনা) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার রুটিন পাওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েব লিংকে-
http://www.moedu.gov.bd/index.php?option=com_docman&task=doc_download&gid=8849&Itemid=
রুটিন এই লিংকেও পাওয়া যাবে- http://edudaily24.com/wp-content/uploads/HSC-Exam-Rutine-2016_9-2-16.pdf
২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ, ৩ এপ্রিল শুরু
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
2 Reviews
2 Reviews