২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণ ফলাফল আজ (৮ জুন ২০১৬) প্রকাশিত হয়েছে। স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। এ বছর মোট ৩২ হাজার শিক্ষার্থী পুন:নিরীক্ষণের আবেদন করে।
প্রকাশিত ফলাফলে নতুন করে পাস করেছে ২১৫ জন পরীক্ষার্থী। আর জিপিএ-৫ বেড়েছে ১৯৯টি।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, ৪৩ হাজার ৫৮০ জন শিক্ষার্থী ফল নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। আবেদকৃত বিষয়ের সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৯১৮টি। পুনর্নিরীক্ষণে ১২ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। ১২ হাজার ৮১টি বিষয়ের ফলাফলেও নম্বরে রদ-বদল হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮,৪২,৯৩৩ জন ছাত্র। ৮,০৮,৫৯০ জন ছাত্রী। গত ১১ মে ২০১৬ তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
ঢাকা শিক্ষা বোর্ড : http://dhakaeducationboard.gov.bd
চট্টগ্রাম শিক্ষা বোর্ড : www.bise-ctg.gov.bd
কুমিল্লা শিক্ষা বোর্ড : www.comillaboard.gov.bd
যশোর শিক্ষা বোর্ড : www.jessoreboard.gov.bd
বরিশাল শিক্ষা বোর্ড : www.barisalboard.gov.bd
কলেজে ভর্তি : যাদের ফল ইতিবাচক হয়েছে তারা আজ, কাল এ দুদিনে নিজেদের পছন্দের কলেজে একাদশে ভর্তির আবেদন করে নিতে পারবে। ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
২০১৬ সালের এসএসসি পুন:নিরীক্ষণ ফলাফল প্রকাশ
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review