২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি তথ্য

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। প্রতিবার মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা একই দিন হলেও এবার আলাদা দিনে হবে। ভর্তি সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত হয়, মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা হবে আগামী ৭ অক্টোবর ২০১৬ এবং ডেন্টাল কলেজগুলোতে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর ২০১৬।
মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ডেন্টালে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
ভর্তি যোগ্যতা : মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট ৯ পয়েন্ট থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতি : ইতোপূর্বে ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হলেও এবার ভর্তি পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে এসএসসি ও এইচএসসির ভিত্তিতে ২০০ ও ভর্তি পরীক্ষায় (১ঘণ্টার এমসিকিউ) ১০০; সব মিলিয়ে মোট ৩০০ নম্বর।
ভর্তি আবেদন: ভর্তি আবেদন সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে- http://dghs.teletalk.com.bd
ভর্তি পরীক্ষার তারিখ :
মেডিকেলের এমবিবিএস ভর্তির পরীক্ষা ৭ অক্টোবর ২০১৬,
ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর ২০১৬।
ভর্তি নির্দেশিকা ও কোথায় কত আসন : http://dghs.teletalk.com.bd/mbbs/docs/instructions.pdf
ভর্তি বিজ্ঞপ্তি : www.dghs.gov.bd/images/docs/Admission/MBBS_Admission_Circular_2016.pdf
আসন : সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়।
২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩,১৬২টি। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫,৩২৫টি।
সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১,২৮০টি।
উল্লেখ্য, স্বাস্থ‌্য অধিদপ্তর এই পরীক্ষা নিলেও মেডিকেল কলেজগুলোর অধিকাংশই ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধীনে। দুই পরীক্ষা একসঙ্গে হলে মেডিকেল থেকে ডেন্টাল এবং ডেন্টাল থেকে মেডিকেলে শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া সামলানো কর্তৃপক্ষের জন্য জটিল হয় বলে জানা গেছে।