২০১৭ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে প্রকাশিত হবে। পাঠ্যপুস্তক উৎসবে সামনে রেখে ফলাফল ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে। আজ (সোমবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল প্রকাশের এ তারিখ ঘোষণা করেন।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডের ফলাফল বিষয়ক ওয়েবসাইটের ( www.educationboardresults.gov.bd অথবা eboardresults.com/app/stud ) পাশাপাশি এসএমএস করেও পাওয়া যাবে।
উল্লেখ্য, এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৪,৬৮,৮২০ জন শিক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষা গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page