২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি আজ (বুধবার) প্রকাশিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০১৭ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।
পরীক্ষায় শিক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
এবারের জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ৩ বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করতে বলা হয়েছে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের (যারা গতবার পাস করেনি কিংবা পরীক্ষায় অংশ নেয়নি) উক্ত ৩ বিষয়ে পরীক্ষা দিতে হবে।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি :
১ নভেম্বর – বাংলা প্রথম পত্র,
২ নভেম্বর – বাংলা দ্বিতীয় পত্র,
৫ নভেম্বর – ইংরেজি প্রথম পত্র,
৬ নভেম্বর – ইংরেজি দ্বিতীয় পত্র,
৭ নভেম্বর – ইসলাম ও নৈতিক শিক্ষা/ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা / বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা / খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা,
৮ নভেম্বর – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
৯ নভেম্বর – বিজ্ঞান,
১১ নভেম্বর – কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য),
১২ নভেম্বর – গণিত,
১৩ নভেম্বর – শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য),
১৪ নভেম্বর – কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংষ্কৃত, পালি,
১৬ নভেম্বর – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,
১৮ নভেম্বর – চারু ও কারুকলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি :
১ নভেম্বর – কুরআন মাজীদ ও তাজবিদ,
২ নভেম্বর – আকাইদ ও ফিকহ,
৪ নভেম্বর – আরবি প্রথম পত্র,
৫ নভেম্বর – আরবি দ্বিতীয় পত্র,
৬ নভেম্বর – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
৭ নভেম্বর – বাংলা প্রথম পত্র,
৮ নভেম্বর – বাংলা দ্বিতীয় পত্র,
৯ নভেম্বর – কৃষি শিক্ষা / গার্হস্থ্য অর্থনীতি,
১১ নভেম্বর – গণিত,
১২ নভেম্বর – কর্ম ও জীবনমুখী শিক্ষা / শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য,
১৩ নভেম্বর – ইংরেজি প্রথমপত্র,
১৪ নভেম্বর – ইংরেজি দ্বিতীয়পত্র,
১৬ নভেম্বর – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,
১৮ নভেম্বর – বিজ্ঞান।
রুটিন ডাউনলোড :
জেএসসি পরীক্ষার রুটিন বা সময়সূচি পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে : http://dhakaeducationboard.gov.bd/data/20170823151656489700.pdf
জেডিসি পরীক্ষার রুটিন বা সময়সূচি পাওয়া যাবে মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে :
http://bmeb.portal.gov.bd/sites/default/files/files/bmeb.portal.gov.bd/notices/d8bef6ec_c0af_43f1_9e61_99d962ee6219/Scan-02.pdf
২০১৭ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review