২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ

২০১৮-১৯ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ১ম মেধা তালিকা ৯ জুন ২০১৮ তারিখে প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১১ জুন দুপুর ১২টা থেকে ১৮ জুন ২০১৮ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের (চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি (ভর্তি নিশ্চয়ন ফি) ১৮৫ টাকা; রকেট অথবা টেলিটক অথবা শিওরক্যাশ-এ) মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। কলেজে ভর্তি হতে হবে ২৭ জুন থেকে ৩০ জুন ২০১৮ পর্যন্ত।
ফলাফল যেভাবে :
কলেজে ভর্তির ওয়েবসাইট (http://result.xiclassadmission.gov.bd/board/viewResult) থেকেই ফলাফল জানা যাবে। এসএসসির রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে ফলাফল দেখা যাবে।
সিকিউরিটি কোড বা পিন নম্বর ভুলে গেলে পুনরুদ্ধারের জন্য ক্লিক করুন :
http://app11.xiclassadmission.gov.bd/board/pinretrival
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সূচি :
# ১ম মেধা তালিকা প্রকাশ : ৯ জুন ২০১৮
শিক্ষার্থীর Selection / ভর্তি নিশ্চয়ন : ১১ থেকে ১৮ জুন ২০১৮ পর্যন্ত
# ২য় পর্যায়ের আবেদনের সময়সীমা : ১৯ মে থেকে ২০ জুন ২০১৮ পর্যন্ত
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ : ২১ জুন ২০১৮
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection / ভর্তি নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) : ২২ থেকে ২৩ জুন পর্যন্ত।
# ৩য় পর্যায়ের আবেদনের সময়সীমা : ২৪ জুন ২০১৮
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ : ২৫ জুন
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত
ক্লাশ শুরুর তারিখ : ১ জুলাই ২০১৮


এদিকে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স (সরকারি পলিটেকনিক, টিএসসি, ভিটিটিআই, সার্ভে) এবং এইচএসসি (ভোকেশনাল) ভর্তির ফলাফল প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। এই দুই কোর্সের ভর্তির ফলাফল পাওয়া যাবে www.btebadmission.gov.bd ওয়েবসাইটে।