২০১৯ সালের প্রথম দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
প্রতিবারের মতো বছরের প্রথম দিন (২০১৯ সালের ১ জানুয়ারি) সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আজ (১৮ নভেম্বর ২০১৮) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ভিকারুন্নেসা নূন স্কুল পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর হওয়ায় এর দুদিনের মাথায় সারা দেশে বই বিতরণ সম্ভব হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ১ জানুয়ারি ২০১৯ তারিখে শিক্ষার্থীরা নতুন বই পাবে। নির্বাচনের কারণে বই বিতরণে কোনো সমস্যা হবে না।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আরো বলেন, অনেক অভিভাবক চাচ্ছেন- অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কেবল ১টা পাবলিক পরীক্ষা (অর্থাৎ শুধু জেএসসি) থাকুক। বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রথমবারের মতো পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়। প্রাথমিক পর্যায়ের এ পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা।