২৬ অক্টোবরের সিএসই পার্ট-৩ পরীক্ষা পেছায়নি

২৬ অক্টোবরের হরতালেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের সিএসই পার্ট-৩ (৫ম সেমিস্টার) Engineering Mathematics (Course Code: CSE-314) পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬/১০/২০১৪ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।