৩২তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে আজ (১০ জানুয়ারি)। এতে মোট ২ হাজার ৫৯২ জন উত্তীর্ণ হয়েছেন।
বিশেষ এই বিসিএস পরীক্ষায় মোট ২৬ হাজার ৪৩৭ জনের মধ্যে প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষায় ২ হাজার ৭৮৮ জন উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩১ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষায় মোট ২ হাজার ৬৭৫ জন উপস্থিত ছিলেন।
এর মধ্যে ক্যাডার ও নন-ক্যাডারে মোট ২ হাজার ৫৯২ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ১ হাজার ৬৮০ জনকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। অন্যদের পর্যায়ক্রমে আসন খালি থাকা সাপেক্ষে নিয়োগ দেয়া হবে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন।
মুক্তিযুদ্ধ কোটা, মহিলা কোটা, উপজাতি কোটায় চাকরির সুযোগ বাড়ানোর লক্ষ্যে সরকার ৩২তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে।
৩২তম বিসিএসের ফল দেখতে ভিজিট করুন: www.bpsc.gov.bd । এছাড়াও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BCS লিখে স্পেস দিয়ে ৩২ লিখে আবারো স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24