৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১ জুন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। আজ পিএসসি কর্তৃপক্ষ এ তারিখ ঘোষণা করেছে। পিএসসির তথ্যানুযায়ী, ৩৩তম বিসিএসে এক লাখ ৮৩ হাজার ৬২৭ প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।