৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হবে আগামী ৭ থেকে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। পদ সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা হবে ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয় প্রকাশিত নির্দেশনায়।
সারা দেশে ছয়টি কেন্দ্রে ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। এর আগে, প্রিলিমিনারি পরীক্ষায় ২৮ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। গত ১ জুন ৩৩ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় চার হাজার ২০৬টি শূন্য পদে এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_routine_0911155032.pdf
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24