৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দেওয়া হবে।
পিএসসির ওয়েবসাইটে ( http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_advertise_0207164356.pdf ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যায়, সাধারণ শিক্ষা ক্যাডারে ১ হাজার ৬৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৫৪ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৭ জন এবং সাধারণ ক্যাডারে মোট ৪৪২ জনকে নিয়োগ দেয়া হবে।
অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা নেয়ার প্রক্রিয়া শুরু হবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায়। আবেদন জমা দিতে হবে ২২ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে।
৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review