৩৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে আগামী ৩১ জানুয়ারি ২০১৬ থেকে সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে।
আগামী ৩ মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রার্থীদের পরীক্ষার সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাকযোগে প্রার্থীদের কাছে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬,০৮৮ জন প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১,৮০৩টি পদে লোক নিয়োগের কথা রয়েছে। কোটার বিপরীতে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য লোক না পাওয়া গেলে এ বিসিএসেও কোটা শিথিল থাকবে।
৩৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review