৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে । আজ ( বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০১৬ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে, ১১.৩০টা পর্যন্ত চলবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ মে ২০১৫ তারিখ ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসন, পুলিশ, আনসার এবং সাধারণ ক্যাডারে যথাক্রমে ২৫০, ১২০, ১৯ এবং ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।