৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূচি :
আবশ্যিক পরীক্ষা :আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত ।
পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা : ৫ থেকে ২৪ অক্টোবর ২০১৬ পর্যন্ত।
পরীক্ষার মান ও সময় :
২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় ৪ ঘণ্টা, আর ১০০ নম্বরের পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
পাস নম্বর :
লিখিত পরীক্ষায় গড় নূন্যতম পাস নম্বর ৫০। পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিষয়ে কেউ ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
কেন্দ্র :
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা হবে।
৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review