৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুন ১২, ২০১৮, ৪:০০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন / ২০৩
৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

আজ (মঙ্গলবার) ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে, যদিও ৩৭তম বিসিএসে বিজ্ঞাপনে ১হাজার ২২৬ জনকে নিয়োগের কথা উল্লেখ ছিল।
৩৭তম বিসিএসে সাধারন ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। এছাড়া ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমান রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে।
ফলাফল পাওয়া যাবে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে- http://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/29c5ca86_504a_499f_8a6b_7a1aa1f3c4f1/FINAL_result_bcs37.pdf

Rate this post