৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর
৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ৯.৩০টা থেকে পরীক্ষা শুরু হবে। ২ ঘণ্টা সময়ব্যাপী পরীক্ষা হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে।
প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরবর্তীতে পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানানো হবে।
উল্লেখ্য, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৩৭তম বিসিএসে আবেদনের সময়সীমা ছিল ৩১ মার্চ থেকে ২ মে ২০১৬ পর্যন্ত।