৩৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
৩৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার (২০১৮) প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। মৌখিক পরীক্ষার নতুন তারিখ ১০ ও ১১ মার্চ সকাল ১০টা।
নতুন নির্ধারিত তারিখে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সংশ্লিষ্টি প্রার্থীদের কর্ম কমিশনের আগারগাঁওয়ে ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষার বোর্ডে যথাসময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
গত ২৭ জানুয়ারি প্রকাশিত পিএসসির বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও শর্ত অপরিবর্তিত থাকবে।