৪০তম বিসিএসে ৪ লাখ আবেদন, এটিই সর্বোচ্চ রেকর্ড
৪০তম বিসিএসে সফলভাবে আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫৩২ জন চাকরি-প্রার্থী। এটিই এ যাবতকালের বিসিএস আবেদনের ক্ষেত্রে রেকর্ড। আগের কোনো বিসিএস পরীক্ষায় এতো সংখ্যক প্রার্থী কখনো আবেদন করেনি।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত ৪০তম বিসিএসের আবেদন প্রক্রিয়া হয়।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪০তম বিসিএসে মোট ১,৯০৩ জন ক্যাডার নিয়োগ দেবে সরকার। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, এই সংখ্যা বাড়তে পারে।