৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় প্রথম হয়েছেন নাঈমুর রহমান। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। বাবা মো. আব্দুল জলিল শেখ এবং মা নাসরিন পারভীন। ২০১০ সালে চট্টগ্রামের টিকিট প্রিন্টিং প্রেস কলোনি হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন নাঈমুর। এরপর স্নাতক ও স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে।
স্নাতকের শেষ বর্ষের পরীক্ষার পরই শুরু করেন বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতি। প্রথমে একটি স্কুলে চাকরি করেন। এরপর বেসরকারি ব্র্যাক ব্যাংকেও চাকরি করেছেন। বর্তমানে উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত।
সকালে পত্রিকা দেখে জানতে পারি আজ পিএসসির বিশেষ সভা আছে। তাই বিকালের পর থেকেই পিএসসির ওয়েবসাইট দেখতে থাকি ফল প্রকাশিত হলো কিনা। অফিস থেকে বাসায় ফেরার পর সন্ধ্যায় জানতে পারি ফল প্রকাশিত হয়েছে। প্রশাসন ক্যাডার আমার প্রথম চয়েস ছিল। তাই প্রশাসন ক্যাডার পাব সে প্রত্যাশা ছিল। কিন্তু একেবারে প্রথম হব, কখনো ভাবিনি। সবার ওপরে নিজের রোল দেখে কিছুটা বিস্ময় কাজ করেছে। আমার একজন সহকর্মীকেও মিলিয়ে দেখতে বলেছিলাম। প্রথম হওয়ার পর পরম করুণাময় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছি। প্রথম হওয়ায় অনেক আনন্দিত হয়েছি।
আমি যেহেতু চাকরিতে ছিলাম, তাই রাত ছাড়া পড়ার সুযোগ পাইনি। অফিস থেকে এসে রাতে লেখাপড়া করেছি। এ ছাড়া শুক্র-শনিবার কোনো কাজ না থাকলে দিনেও কিছুটা সময় পেয়েছি।
নাঈমুর রহমান : সম্ভবত বিশ্ববিদ্যালয়ের প্রথম কিংবা দ্বিতীয় বর্ষ থেকেই। বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সুবাদে অনেক বড় ভাইকে বিসিএস ক্যাডার হতে দেখেছি। এর একটা প্রভাব হয়তো ছিল। তবে আমি চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর বিসিএসের পড়া শুরু করি।
যখন যা কিছু করতে চেয়েছি, আমার পরিবার সমর্থন দিয়েছে। বিসিএসের জন্য পরিবার, বন্ধু-বান্ধব ও পিকেএসএফের সহকর্মীদের অনেক সহযোগিতা পেয়েছি।
প্রতিকূলতা ছিল। তবে এ বিশ্বাস আমার ছিল- প্রতিকূলতা সব সময়ের জন্য নয়, আল্লাহ একটা সময় সব প্রতিকূলতা দূর করে দেন।
প্রশাসন ক্যাডারের যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো কাজের বৈচিত্র্য। এ ক্যাডারে খুব কাছ থেকে জনগণকে সেবা দেওয়া সম্ভব। এছাড়া এ ক্যাডারে সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদাও ভালো। তাই প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ ছিল।
চাকরিতে যোগদানের পর একটা দীর্ঘ সময় তো প্রশিক্ষণে থাকতে হবে। মাঠপর্যায়ে আলাদা করে কোনো দায়িত্ব পেতে বেশ সময় হয়তো লেগে যাবে। তাই চাকরিতে যোগদানের পর প্রথম লক্ষ্য থাকবে বুনিয়াদি প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ ভালোভাবে সম্পন্ন করা।
নাঈমুর রহমান : আমরা সরকারি-বেসরকারি যে চাকরিই করি না কেন; আমরা প্রকারান্তরে দেশের সেবাই করি; আমাদের কাজ থেকে জনগণ সেবা পায়। তবে ক্যাডার সার্ভিসে জনগণের অনেক কাছাকাছি থেকে সেবা প্রদানের সুযোগ থাকে বলে আমি মনে করি। তাই নতুন যারা বিসিএসে আসতে চান, শুরু থেকেই সেবার মানসিকতা যেন নিজের ভেতর থাকে। আরেকটি বিষয়, শুধু বিসিএস পরীক্ষার্থী নয় সবার উদ্দেশ্যে বলতে চাই- নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করবেন। নিজের ভালো লাগার কাজে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করবেন। মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন হবেন।
পরামর্শ : ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছি, আবার পড়াশোনা করতে চাই
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিবর্তনের নিয়ম [ছাড়পত্র / TC form]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ [DLRS circular PDF]
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf