৪৩ তম বিসিএস আবেদন ফরম পূরণ শুরু
৪৩ তম বিসিএস আবেদন ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ৩০ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।আবেদন ফরম পূরণ করতে হবে http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
✔️বয়সসীমা : ১-১১-২০২০ তারিখ অনুসারে।
✔️পদ সংখ্যা : ১৮১৪টি পদ।
✔️আবেদন ফি : ৭০০ টাকা।
✔️আবেদনের সময়সীমা : ৩০-১২-২০২০ থেকে ৩১-০১-২০২১ তারিখ।
✔️অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ৪৩ তম বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবে। শিক্ষামন্ত্রী দিপুমনির বক্তব্য অনুযায়ী চতুর্থ বর্ষের স্থগিত পরিক্ষাগুলো জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। যদি জানুয়ারি মাসের ৩১ তারিখের আগে চতুর্থ বর্ষের সকল লিখিত পরিক্ষা সম্পন্ন হয় তাহলে মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ৪৩ তম বিসিএসে আবেদন করতে পারবেন।
>> ৪৩তম বিসিএস সার্কুলার বা বিজ্ঞপ্তি এই লিংকে : http://103.230.104.194/media/notice/2020/11/30/43BCS_Advertisement-2.pdf
>> ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ছে : https://edudaily24.com/27633/