৫ ও ৬ নভেম্বরের অনার্স পরীক্ষা পেছালো
৫ ও ৬ নভেম্বরের অনার্স পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। রোববার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসব পরীক্ষা নিচের তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে-
পরীক্ষার নাম |
পূর্ব নির্ধারিত তারিখ ও সময় |
সংশোধিত তারিখ ও সময় |
||
১ম বর্ষ অনার্স/২০১২ |
০৫/১১/২০১৩, মঙ্গলবার |
সকাল ৯:০০ |
০৯/১১/২০১৩, শনিবার |
সকাল ০৯:০০ |
৪র্থ বর্ষ অনার্স/২০১১ |
০৫/১১/২০১৩, মঙ্গলবার |
সকাল ৯:০০ |
০৭/১১/২০১৩, বৃহস্পতিবার |
সকাল ০৯:০০ |
এমবিএ ২য় সেমিস্টার/২০১০
|
০৫/১১/২০১৩, মঙ্গলবার
|
সকাল ১০:০০
|
০৭/১১/২০১৩, বৃহস্পতিবার
|
সকাল ১০:০০
|
বিবিএ ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার/২০১২ |
০৬/১১/২০১৩, বুধবার |
সকাল ০৯:০০ |
০৭/১১/২০১৩, বৃহস্পতিবার |
সকাল ০৯:০০ |
উল্লেখ্য, পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। তবে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সচিতে পরিবর্তন আনতে পারে।