৬ কলেজের অধিভূক্ত বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৬টি কলেজের অধিভূক্ত বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শর্তপূরণে ব্যর্থ হওয়ায় অধিভূক্ত বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন (১৯৯২ সনের ৩৭ নং আইন) এবং অধিভূক্তি সংক্রান্ত সংশোধিত রেগুলেশন-২০১০ অনুযায়ী অধিভূক্তি দানের সময় আরোপিত শর্তপূরণে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৭৯তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং ১৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত কলেজ/প্রতিষ্ঠানগুলোর অধিভূক্তি বাতিল করা হয়েছে-
১. এস বি সায়েন্স এন্ড টেকনোলজি, শিববাটি বগুড়া
২. বগুড়া টি এইচ.বি পি এড কলেজ, মহাস্থান, বগুড়া
৩. বগুড়া বি পি এড কলেজ, করতোয়া সড়ক, চকলোকমান (কলোনী), বগুড়া
৪. বগুড়া লাইব্রেরী সায়েন্স কলেজ, করতোয়া সড়ক, চক লোকমান (কলোনী), বগুড়া
৫.    ইনস্টিটিউট অব লাইব্রেরী আর্টস, কমার্স এন্ড সায়েন্স  (ইলাকস), টুটপাড়া, খুলনা
৬.    ইনস্টিটিউট অব লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স (ইলিস), ৪০ মোমিন রোড, চট্টগ্রাম