৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি ফটকে তালা
রাজধানীর ৭ সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ (২১ জুলাই ২০১৯, রবিবার) সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, কলাভবন, ব্যাবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। ক্যাম্পাস এলাকার যান চলাচলও বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবি মেনে না নেয়া পর্যন্ত ফটক বন্ধ রাখা হবে।