৭ কলেজের বিজ্ঞান ইউনিটের অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের বিজ্ঞান ইউনিটের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আজ (২৬ নভেম্বর ২০১৯) প্রকাশিত হয়েছে।
এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ২৫,৭৬১ জন পরীক্ষার্থী, তাদের মধ্যে পাশ করেছে ১৬,৮৯৫ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৬৫.৫৮ শতাংশই এবার ভর্তির জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৫৩ জন পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা গেছে ।
অধিভুক্ত ৭ সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটে সর্বমোট আসন ৬,৫০০টি।
কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম আগামী ২৮/১১/২০১৯ তারিখ থেকে পূরণ করা যাবে।
এদিকে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র আগামী ২৮/১১/২০১৯ তারিখ বিকাল ৫টার মধ্যে ডাউনলোড করতে হবে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ (মেধাক্রম ১ থেকে ১০০০০ পর্যন্ত) আজ ২৬/১১/২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত কলেজ ও বিষয় নির্বাচন করার সুযোগ পেয়েছেন। বাণিজ্য ইউনিটে সিট সংখ্যা ৫২১০ ।
বিস্তারিত জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইটে : http://www.7collegedu.com