ভর্তি তথ্য

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া অনলাইনে ১৫ জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

ঢাবি অধিভুক্ত ঢাকার সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এই ৩ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি

চলতি বছর আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডসহ সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফী দেওয়া যাবে।

সাত কলেজে আবেদনের নিয়ম


ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে ৫টি ধাপে।

  • ১ম ধাপ : প্রয়োজনীয় তথ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ড ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • ২য় ধাপ : বিস্তারিত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক), বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল (ঐচ্ছিক), পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও কোটা দিতে হবে।
  • ৩য় ধাপ : ছবি দিতে হবে। এক্ষেত্রে ৩৬০-৫৪০ পিক্সেল দৈর্ঘ্য, ৫৪০-৭২০ পিক্সেল প্রস্থ, ৩০-২০০ কেবি সাইজ ও jpg or jpeg টাইপ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
  • ৪র্থ ধাপ : পাসওয়ার্ড দিতে হবে। এসএমএসের জন্য টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেল মোবাইল অপারেটর নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
  • ৫ম ধাপ : ৬০০ টাকা ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

কোন ইউনিটে আবেদনের যোগ্যতা কী

  • বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ হতে হবে।
  • বাণিজ্য ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ জিপিএ ৬.৫০ হতে হবে।
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ হতে হবে।

৭ কলেজের ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক সম্মান (অনার্স) ভর্তির আগষ্ট মাসে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ :

ইউনিট পরীক্ষার তারিখ
বিজ্ঞান১২ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)
বানিজ্য১৯ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)
কলা ও সামাজিক বিজ্ঞান২৬ আগষ্ট ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা)

সাত কলেজের নাম

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও শিক্ষার মান উন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

অধিভুক্তির পর থেকে এই ৭টি কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখাশোনা করছে। বর্তমানে এই সাতটি কলেজে শিক্ষার্থীর সংখ্যা আড়াই লক্ষাধিক।

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নাম্বার বিন্যাস

পরীক্ষার সময় ১ ঘন্টা
পরীক্ষার পদ্ধতিMCQ
লিখিত পরীক্ষা ১০০ নম্বর
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি)২০ নম্বর
মাধ্যমবাংলা ও ইংরেজী উভয়ই
পাশ নম্বর৪০ ( আলাদাভাবে পাশ করতে হবে না )
 নেগেটিভ মার্কিংনেই
ভর্তি পরীক্ষার স্থান :ঢাকার বিভিন্ন কেন্দ্র

৭ কলেজে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

বিষয়তারিখ ও সময়প্রক্রিয়া
আবেদন শুরু (প্রযুক্তি ইউনিট)15 July 2022 03:00 PMশুরু হয়েছে
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (প্রযুক্তি ইউনিট)8 August 2022 11:59 PM
পরীক্ষার সময় (প্রযুক্তি ইউনিট)2 September 2022 10:00 AM
to
2 September 2022 11:30 AM
আবেদন শুরু (বিজ্ঞান ইউনিট)15 July 2022 03:00 PMশুরু হয়েছে
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (বিজ্ঞান ইউনিট)31 July 2022 11:59 PM
পরীক্ষার সময় (বিজ্ঞান ইউনিট)12 August 2022 11:00 AM
to
12 August 2022 12:00 PM
আবেদন শুরু (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট)15 July 2022 03:00 PMশুরু হয়েছে
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট)31 July 2022 11:59 PM
পরীক্ষার সময় (কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট)19 August 2022 11:00 AM
to
19 August 2022 12:00 PM
আবেদন শুরু (বাণিজ্য ইউনিট)15 July 2022 03:00 PMশুরু হয়েছে
আবেদন ও অনলাইনে ফী প্রদান শেষ (বাণিজ্য ইউনিট)31 July 2022 11:59 PM
পরীক্ষার সময় (বাণিজ্য ইউনিট)26 August 2022 11:00 AM
to
26 August 2022 12:00 PM

বিভিন্ন ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

অনলাইনে আবেদন করতে হবে এই লিংক থেকে : https://collegeadmission.eis.du.ac.bd

আবেদন প্রক্রিয়ার নির্ধারিত সময়ে এই লিংকে আবেদন সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে এই দুই ওয়েবসাইটে : https://collegeadmission.eis.du.ac.bdhttps://7college.du.ac.bd । 

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button