অফিসার ক্যাশ/টেলর পদে সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এসব ব্যাংকে অফিসার (ক্যাশ) ও অফিসার (টেলর) পদে ২৪১৬ জন নিয়োগ দেওয়া হবে। এর আগে সম্প্রতি সমন্বিত ব্যাংক নিয়োগের বড় ধরনের আরো ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।
Advertisement
Advertisement
সমন্বিত ব্যাংক নিয়োগ ২০২৩
নিয়োগ কর্তৃপক্ষ | বাংলাদেশ ব্যাংক |
নিয়োগ পদ্ধতি | সমন্বিত ৭ ব্যাংকে একক পরীক্ষা |
পদের নাম | অফিসার (ক্যাশ) ও অফিসার (টেলর) |
পদ সংখ্যা | মোট ২৪১৬টি |
আবেদনের শেষ তারিখ | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ |
ওয়েবসাইট | https://erecruitment.bb.org.bd |
Advertisement
Advertisement
৭ ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে কত পদ
Advertisement
- সোনালী ব্যাংক – ১২২৯টি
- জনতা ব্যাংক – ৪৪৫টি
- অগ্রণী ব্যাংক – ৪৫৫টি
- রূপালী ব্যাংক – ২০টি
- বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক – ৪৪টি
- বাংলাদেশ কৃষি ব্যাংক – ২২২টি
- প্রবাসী কল্যাণ ব্যাংক-১টি
Advertisement
আরো ৪০৪৮ পদে সমন্বিত ব্যাংক নিয়োগ আবেদন চলমান
- ৭ ব্যাংকের এই বিজ্ঞপ্তির আগে চলতি জানুয়ারিতে (২০২৩) প্রকাশিত অপর ৩ বিজ্ঞপ্তিতে মোট পদ ৪০৪৮টি। এর মধ্যে ১০ ব্যাংকে অফিসার (জেনারেল) পদ ২৭৭৫টি আর জনতা ব্যাংকে অফিসার রুরাল ক্রেডিট (আরসি) পদ ৩৫১টি। এছাড়া সমন্বিত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদ চাকরি পাবেন ৯২২ জন।
সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সালভিত্তিক অফিসার (ক্যাশ)/ অফিসার (টেলর) পদে শূন্য পদগুলো পূরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
Advertisement
এর আগে গত সপ্তাহে সমন্বিত ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে ২ হাজার ৭৭৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগের সপ্তাহে সমন্বিত ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯২২ জন ও গত মঙ্গলবার জনতা ব্যাংকে অফিসার পদে ৩৫১ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই নিয়ে সরকারি ব্যাংকে ৬ হাজার ৪৬৪ জন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
Advertisement
সমন্বিত ৭ ব্যাংকে আবেদন করার যোগ্যাতা
- স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী থাকতে হবে।
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে। গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না ।
আবেদনে প্রার্থীর বয়সসীমা
- বয়সের হিসাব হবে ২৫ মার্চ ২০২০ তারিখ অনুযায়ী।
- মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
- মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর ।
আবেদনের নিয়ম যেভাবে
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Online-এ নিবন্ধন করে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী উল্লিখিত ওয়েবসাইটেই পাওয়া যাবে।
সমন্বিত ৭ ব্যাংক অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf ডাউনলোড
সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf ফাইল ডাউনলোড করতে পারবেন আমাদের এখান থেকে। আমরা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির pdf ফাইল সংযু্ক্ত করছি।
- Combine 7 bank officer cash/teller job circular 2023 pdf download link : https://erecruitment.bb.org.bd/career/jan122023_bscs_05.pdf