ফলাফলশিক্ষা বার্তা

৮ম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল সোমবার সাড়ে তিনটায় প্রকাশ করা হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায়ে গড়ে শতকরা ২২.৬০ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত এ ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/index.php লিংক থেকে জানা যাবে। তাছাড়া, কৃতকার্য প্রার্থীরা টেলিটক বিডি লিঃ এসএমএস- এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।
চলতি বছরের ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর এই নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক হওয়ার জন্য এ নিবন্ধন করতে হয়।
এ বছর স্কুল পর্যায়ে ৩০,৮৫০ এবং কলেজ পর্যায়ে ২৫,১৯৬ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৩৭,৭৫৮ (স্কুল পর্যায়ে ২১,১০৮ ও কলেজ পর্যায়ে ১৬,৬৭৭) জন এবং মহিলা ১৮,২৬১ (স্কুল পর্যায়ে ৯,৭৪২ ও কলেজ পর্যায়ে ৮,৫১৯) জন।
স্কুল পর্যায়ে পাসের হার ১৯.৫০%, কলেজ পর্যায়ে পাসের হার ২৮.০৭% এবং সার্বিক পাসের গড় হার ২২.৬০%।
৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ১,৫৮,২৪৭ জন ও কলেজ পর্যায়ে ৮৯,৭৫৪ জন অর্থাৎ সর্বমোট ২,৪৮,০০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

Rate this post

প্রাসঙ্গিক

2 Comments

  1. ৮ম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা দিতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page