৯ ও ১২ মে'র এইচএসসি পরীক্ষা পিছিয়েছে
৯ মে (বৃহস্পতিবার) ও ১২ মে’র (রোববার) এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। বুধবার ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
কর্তৃপক্ষা জানায়, ৯ মে’র পরীক্ষা হবে ৩১ মে। ওই দিন সকালের পরীক্ষা হবে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের পরীক্ষা হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
১২ মে এর পরীক্ষা হবে আগামী ১ জুন।
হরতালের কারণে পরীক্ষা পেছানো হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত হরতালের কারণে এ বছর ৬ দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।