ইসলাম ও নৈতিক শিক্ষা

আজকের ইফতারের সময় ২০২৩ ঢাকা ও ৬৪ জেলার সময়

আজকের ইফতারের সময়সূচি ২০২৩ ঢাকা ও ৬৪ জেলা : রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ pdf [ঢাকা ও ৬৪ জেলার সময়] প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। ১৪৪৪ হিজরি অর্থাৎ ২০২৩ সালের সালের রমজান মাসে এই ক্যালেন্ডার (সময়সূচি) অনুযায়ী ঢাকা ও ৬৪ জেলায় সেহেরির শেষ সময় ও ইফতার-এর সময় নির্ধারণ হবে।

রমজান ২০২৩

রমজান (Ramadan) ১৪৪৪ হিজরি / ২০২৩ সাল
শুরু হবে২৩ বা ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে
শেষ হবে২১ বা ২২ এপ্রিল ২০২৩
সূত্র ইসলামিক ফাউন্ডেশন
ওয়েবসাইটhttp://www.islamicfoundation.gov.bd
রমজান ২০২৩ – Ramadan 2023

রজমান ২০২৩ কত তারিখ শুরু হবে / রোজা কবে থেকে শুরু হবে

৭ মার্চ ২০২৩ তারিখে পবিত্র শবে বরাত পালিত হবে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে (মঙ্গলবার) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা কমিটি এই তারিখ ঘোষণা করে। এই হিসাব অনুযায়ী ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সালে পবিত্র রমজান মাস শুরু হবে ২৩ বা ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে। তবে রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।



সেহরির দোয়া

  • উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
  • অর্থ : হে আল্লাহ! আমি পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব আপনি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের নিয়ত

  • উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
  • অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। [আবু দাউদ মুরসাল, মিশকাত]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে।’

ইফতারের সময় করণীয়

  • সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।
  • ইফতারের সময় অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা।
  • ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
  • খেজুর, সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাআতে পড়া।
  • ইফতারে দেরি করে জামাআত তরক না করা।
  • ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিব আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া। আর তাতে শরীর
  • থাকে সুস্থ ও সবল। ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাআত ও ইবাদত থেকে বঞ্চিত হতে হয়।

ইফতারের পর বা ইফতারের সময় দোয়া

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন-

  • উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’
  • অর্থ : ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ [আবু দাউদ, মিশকাত]

রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ pdf [ঢাকা ও ৬৪ জেলার সময়]

Iftar and sehri time 2023 Bangladesh

রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ pdf [ঢাকা ও ৬৪ জেলার সময়] / Iftar and sehri time 2023 Bangladesh
রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ pdf [ঢাকা ও ৬৪ জেলার সময়] / Iftar and sehri time 2023 Bangladesh

রমজান মাসের সেহরি, ইফতার ও নামাজের সময়সূচি ২০২৩

তারিখহিজরি তারিখফজরযোহরযোহরমাগরিবইশাসেহরিইফতার
২২-০৩-২০২৩৩০ শা’বান, ১৪৪৪ভোর ০৪:৪৭দুপুর ১২:০৭বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১২রাত ০৭:২৭ভোর ০৪:৪২সন্ধ্যা ০৬:১২
২৩-০৩-২০২৩০১ রমজান, ১৪৪৪ভোর ০৪:৪৬দুপুর ১২:০৭বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১২রাত ০৭:২৮ভোর ০৪:৪১সন্ধ্যা ০৬:১২
২৪-০৩-২০২৩০২ রমজান, ১৪৪৪ভোর ০৪:৪৪দুপুর ১২:০৬বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১৪রাত ০৭:২৮ভোর ০৪:৩৯সন্ধ্যা ০৬:১৪
২৫-০৩-২০২৩০৩ রমজান, ১৪৪৪ভোর ০৪:৪৩দুপুর ১২:০৬বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১৫রাত ০৭:২৯ভোর ০৪:৩৮সন্ধ্যা ০৬:১৫
২৬-০৩-২০২৩০৪ রমজান, ১৪৪৪ভোর ০৪:৪১দুপুর ১২:০৬বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১৫রাত ০৭:২৯ভোর ০৪:৩৬সন্ধ্যা ০৬:১৫
২৭-০৩-২০২৩০৫ রমজান, ১৪৪৪ভোর ০৪:৪০দুপুর ১২:০৬বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১৬রাত ০৭:২৯ভোর ০৪:৩৫সন্ধ্যা ০৬:১৬
২৮-০৩-২০২৩০৬ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩৯দুপুর ১২:০৫বিকাল ০৩:৩২সন্ধ্যা ০৬:১৬রাত ০৭:৩০ভোর ০৪:৩৪সন্ধ্যা ০৬:১৬
২৯-০৩-২০২৩০৭ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩৮দুপুর ১২:০৫বিকাল ০৩:৩১সন্ধ্যা ০৬:১৭রাত ০৭:৩০ভোর ০৪:৩৩সন্ধ্যা ০৬:১৭
৩০-০৩-২০২৩০৮ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩৬দুপুর ১২:০৫বিকাল ০৩:৩১সন্ধ্যা ০৬:১৭রাত ০৭:৩১ভোর ০৪:৩১সন্ধ্যা ০৬:১৭
৩১-০৩-২০২৩০৯ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩৫দুপুর ১২:০৪বিকাল ০৩:৩১সন্ধ্যা ০৬:১৮রাত ০৭:৩১ভোর ০৪:৩০সন্ধ্যা ০৬:১৮
০১-০৪-২০২৩১০ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩৪দুপুর ১২:০৪বিকাল ০৩:৩১সন্ধ্যা ০৬:১৮রাত ০৭:৩২ভোর ০৪:২৯সন্ধ্যা ০৬:১৮
০২-০৪-২০২৩১১ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩৩দুপুর ১২:০৪বিকাল ০৩:৩১সন্ধ্যা ০৬:১৯রাত ০৭:৩২ভোর ০৪:২৮সন্ধ্যা ০৬:১৯
০৩-০৪-২০২৩১২ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩২দুপুর ১২:০৩বিকাল ০৩:৩০সন্ধ্যা ০৬:১৯রাত ০৭:৩৩ভোর ০৪:২৭সন্ধ্যা ০৬:১৯
০৪-০৪-২০২৩১৩ রমজান, ১৪৪৪ভোর ০৪:৩১দুপুর ১২:০৩বিকাল ০৩:৩০সন্ধ্যা ০৬:১৯রাত ০৭:৩৩ভোর ০৪:২৬সন্ধ্যা ০৬:১৯
০৫-০৪-২০২৩১৪ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৯দুপুর ১২:০৩বিকাল ০৩:৩০সন্ধ্যা ০৬:২০রাত ০৭:৩৪ভোর ০৪:২৪সন্ধ্যা ০৬:২০
০৬-০৪-২০২৩১৫ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৯দুপুর ১২:০৩বিকাল ০৩:৩০সন্ধ্যা ০৬:২০রাত ০৭:৩৪ভোর ০৪:২৪সন্ধ্যা ০৬:২০
০৭-০৪-২০২৩১৬ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৮দুপুর ১২:০২বিকাল ০৩:২৯সন্ধ্যা ০৬:২১রাত ০৭:৩৫ভোর ০৪:২৩সন্ধ্যা ০৬:২১
০৮-০৪-২০২৩১৭ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৭দুপুর ১২:০২বিকাল ০৩:২৯সন্ধ্যা ০৬:২১রাত ০৭:৩৫ভোর ০৪:২২সন্ধ্যা ০৬:২১
০৯-০৪-২০২৩১৮ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৬দুপুর ১২:০২বিকাল ০৩:২৯সন্ধ্যা ০৬:২১রাত ০৭:৩৬ভোর ০৪:২১সন্ধ্যা ০৬:২১
১০-০৪-২০২৩১৯ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৫দুপুর ১২:০১বিকাল ০৩:২৯সন্ধ্যা ০৬:২২রাত ০৭:৩৬ভোর ০৪:২০সন্ধ্যা ০৬:২২
১১-০৪-২০২৩২০ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৪দুপুর ১২:০১বিকাল ০৩:২৮সন্ধ্যা ০৬:২২রাত ০৭:৩৭ভোর ০৪:১৯সন্ধ্যা ০৬:২২
১২-০৪-২০২৩২১ রমজান, ১৪৪৪ভোর ০৪:২৩দুপুর ১২:০১বিকাল ০৩:২৮সন্ধ্যা ০৬:২৩রাত ০৭:৩৮ভোর ০৪:১৮সন্ধ্যা ০৬:২৩
১৩-০৪-২০২৩২২ রমজান, ১৪৪৪ভোর ০৪:২২দুপুর ১২:০১বিকাল ০৩:২৮সন্ধ্যা ০৬:২৩রাত ০৭:৩৮ভোর ০৪:১৭সন্ধ্যা ০৬:২৩
১৪-০৪-২০২৩২৩ রমজান, ১৪৪৪ভোর ০৪:২০দুপুর ১২:০০বিকাল ০৩:২৮সন্ধ্যা ০৬:২৩রাত ০৭:৩৯ভোর ০৪:১৫সন্ধ্যা ০৬:২৩
১৫-০৪-২০২৩২৪ রমজান, ১৪৪৪ভোর ০৪:১৯দুপুর ১২:০০বিকাল ০৩:২৭সন্ধ্যা ০৬:২৪রাত ০৭:৩৯ভোর ০৪:১৪সন্ধ্যা ০৬:২৪
১৬-০৪-২০২৩২৫ রমজান, ১৪৪৪ভোর ০৪:১৮দুপুর ১২:০০বিকাল ০৩:২৭সন্ধ্যা ০৬:২৪রাত ০৭:৪০ভোর ০৪:১৩সন্ধ্যা ০৬:২৪
১৭-০৪-২০২৩২৬ রমজান, ১৪৪৪ভোর ০৪:১৭দুপুর ১২:০০বিকাল ০৩:২৭সন্ধ্যা ০৬:২৪রাত ০৭:৪০ভোর ০৪:১২সন্ধ্যা ০৬:২৪
১৮-০৪-২০২৩২৭ রমজান, ১৪৪৪ভোর ০৪:১৬দুপুর ১১:৫৯বিকাল ০৩:২৭সন্ধ্যা ০৬:২৫রাত ০৭:৪১ভোর ০৪:১১সন্ধ্যা ০৬:২৫
১৯-০৪-২০২৩২৮ রমজান, ১৪৪৪ভোর ০৪:১৫দুপুর ১১:৫৯বিকাল ০৩:২৬সন্ধ্যা ০৬:২৫রাত ০৭:৪২ভোর ০৪:১০সন্ধ্যা ০৬:২৫
২০-০৪-২০২৩২৯ রমজান, ১৪৪৪ভোর ০৪:১৪দুপুর ১১:৫৯বিকাল ০৩:২৬সন্ধ্যা ০৬:২৬রাত ০৭:৪২ভোর ০৪:০৯সন্ধ্যা ০৬:২৬
২১-০৪-২০২৩০১ শাওয়াল, ১৪৪৪ভোর ০৪:১৩দুপুর ১১:৫৯বিকাল ০৩:২৬সন্ধ্যা ০৬:২৬রাত ০৭:৪৩ভোর ০৪:০৮সন্ধ্যা ০৬:২৬
২২-০৪-২০২৩০২ শাওয়াল, ১৪৪৪ভোর ০৪:১২দুপুর ১১:৫৯বিকাল ০৩:২৫সন্ধ্যা ০৬:২৭রাত ০৭:৪৩ভোর ০৪:০৭সন্ধ্যা ০৬:২৭
5/5 - (1 vote)

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page