আনসার ব্যাটালিয়ন নিয়োগ (২০২২) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাটালিয়ন আনসার পদে ৪০০ জন (শুধুমাত্র পুরুষ) নিয়োগ দেয়া হবে। নিয়োগপ্রাপ্তদের ৬ বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে।
প্রতিষ্ঠান : | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |
পদের নাম : | ব্যাটালিয়ন আনসার (পুরুষ) |
পদ সংখ্যা : | ৪০০টি |
আবেদনের তারিখ : | ১৯ জুন থেকে ৭ জুলাই ২০২২ |
আবেদন ফি : | ২০০ টাকা |
অনলাইনে আবেদনের লিংক : | http://www.ansarvdp.gov.bd |
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
অগ্রাধিকার : অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
৭ জুলাই ২০২২ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছর।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালে দৈনিক খোরাকি ভাতা, রেশন ভাতা, চিকিৎসা ভাতা, ধোলাই ভাতা, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা, রেশন সামগ্রীসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া ১০ হাজার টাকা করে বছরে দুটি উৎসব ভাতা এবং ৫ বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতিবছর চাকরিকালের জন্য দুই মাসের সমপরিমাণ ভাতা (দৈনিক/খোরাকি ভাতা) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈনিক ভাতা গ্রাচ্যুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন।
অনলাইনে আবেদন করতে হবে ১৯ জুন ২০২২ থেকে ৭ জুলাই ২০২২ তারিখের মধ্যে।
প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর https://www.ansarvdp.gov.bd ওয়েব সাইট থেকে। www.ansarvdp.gov.bd ওয়েবসাইটে গিয়ে “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে গিয়ে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।
Ansar battalion job circular 2022 pdf download link : http://ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/af3328d5_e4ac_4aaa_8d8c_3f550ab6ba9e/2022-06-16-10-03-feef5a1ca1679d313c40361b036ee625.pdf