শিক্ষা বার্তা

ইউআইইউ চাকরি মেলা : ১০০ প্রতিষ্ঠানে স্পট ইন্টারভিউ ও নিয়োগ

২ দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ‘ন্যাশনাল জব ফেয়ার ২০২০’ শিরোনামে ইউআইইউ-এর ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে এ মেলায় প্রায় ১০০ নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেবে।

‘ইউনাইটেড সিটি, মাদানি এভিনিউ, বাড্ডা, ঢাকা’য় ইউআইইউর স্থায়ী ক্যাম্পাসে মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ মেলায় ২০ থেকে ২৫ হাজার প্রার্থী (সম্ভাব্য) অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা স্পট ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই প্রার্থীদের নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করবেন।

চাকরি মেলায় যেকোনো প্রার্থীই অংশ নিতে পারবেন। মেলায় প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না, শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে- www.uiu.ac.bd/news/uiu-national-job-fair-2020

যেসব নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেবে- আকিজ ফুড ও বেভারেজ লিমিটেড, এসিআই, আরলা ফুডস, বাংলালিংক, বিক্রয় ডটকম, বিকাশ, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওডমেডিক্স, হোন্ডা, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, রেকিট বেনকিজার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রবি, রেনেটা, সিঙ্গার বাংলাদেশ, নাভানা গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, একমি ল্যাবরেটরিজ, মেটলাইফ, থেরাপ, কাজী আইটি, চালডাল ডটকম, প্রিয় শপ ডটকম, কোডার্স ট্রাস্ট, ইগলু আইসক্রিম, উত্তরা মটরস, বিজেআইটি, বিইউএলসি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কিউবিক এডুকেশন, ডাটা পাথ, ডিনেট, ডটলাইনস, ড্রিম জোন, ইওন গ্রুপ, এক্সেল টেকনোলজি, এক্সপো গ্রুপ, জেনুইন টেকনোলজি, বিজ ক্যারিয়ার, বিপ্রোপার্টি, গ্রো এন এক্সেল, এইচআর বাংলাদেশ, আইডিএলসি ফিন্যান্স, আইপিডিসি ফিন্যান্স, ইনপেস ম্যানেজমেন্ট, জেএমআই, লিন্ডে বাংলাদেশ, এলএসএফ, মুন্সি গ্রুপ, নিউরাল, নিউওয়ে, নেক্সট সোর্সিং, পিএফইসি, সার্ভিস ইঞ্জিন বিপিও, এসএসএল ওয়্যারলেস, স্টাডি অ্যাবরোড, বাংলাদেশ রেটিং এজেন্সি, ওয়েলকাম স্কিল, স্টেপ ফুটওয়্যার ইত্যাদি।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page