শিক্ষা বার্তা

এইচএসসি প্রবেশপত্র বিতরণ ২২ অক্টোবর ২০২২ থেকে

২০২২ সালের এইচএসসি প্রবেশপত্র বিতরণ করা হবে ২২ অক্টোবর ২০২২ তারিখ থেকে। ১৩ অক্টোবর ২০২২ তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ অক্টোবর ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ হবে। আর ২৩ অক্টোবর বিতরণ করা হবে নরসিংদী, টাংগাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার প্রবেশপত্র।

আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময়ে গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষব ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া যাবে না।

HSC admit card 2022 circular pdf

HSC admit card 2022 circular pdf download link : https://dhakaeducationboard.gov.bd/data/20221013134345439673.pdf

এডু ডেইলি ২৪