ফলাফল

এইচএসসি ফলাফল ২০২১ – সব বোর্ডের মার্কশিট

এইচএসসি ফলাফল ২০২১ (ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, মাদরাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড) একযোগে পাওয়া যাবে ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুরে। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণার পর শিক্ষা বোর্ডের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট ও যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস পাঠানোর মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল ( মার্কশিট সহ ) জানা যাবে।

জিপিএ-৫ পেয়েছেন ১,৮৯,১৬৯ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ।

২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১২.১৫টার দিকে প্রকাশিত হয়েছে।

২০২১ সালের এইচএসসি / সমমানের পরীক্ষার মার্কশিটসহ রেজাল্ট ওয়েবসাইটে কিভাবে পাবেন এবং এসএমএসের মাধ্যমে কিভাবে ফলাফল জানবেন, এর বিস্তারিত নিয়ম নিচে দেয়া হয়েছে।

২০২১ সালের এইচএসসি রেজাল্ট কিভাবে হবে বা কিভাবে ৩ বিষয়ের পরীক্ষায় পুরো ফলাফল নির্ধারণ হবে, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে নেওয়া হয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ পরীক্ষার্থী বেশি ছিল।

এইচএসসি রেজাল্ট ২০২১

পরীক্ষা :এইচএসসি ও সমমান ২০২১
ফলাফলের তারিখ :১৩ ফেব্রুয়ারির ২০২২
পরীক্ষার্থী সংখ্যা :১৩ লাখ ৯৯ হাজার+
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd

এইচএসসি ফলাফল কিভাবে নির্ধারণ হবে

জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফলাফলে যোগ করা হবে।

এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২১

নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Yeat টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2021

এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদরাসা – Mad
  • টেকনিক্যাল – Tec

এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য

মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২১

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স রেজাল্ট ২০২১

কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

Hsc result 2021 mark sheet with number

hsc result 2021 marksheet with number
এইচএসসি ফলাফল 2021 সব বোর্ড মার্কশিট

এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর :

প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2020 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এইচএসসি রেজাল্ট SMS ফরমেট

  • > সাধারণ শিক্ষা বোর্ড:
  • HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • উদাহরণ: HSC DHA  123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > মাদ্রাসা বোর্ড:
  • HSC<>MAD<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > টেকনিক্যাল বোর্ড:
  • HSC<>TEC<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।

প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।

প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।

প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর:  ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।

প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)

ওয়েবসাইটে এইচএসসি ফলাফল বা রেজাল্ট জানা যাবে শিক্ষা বোর্ডের এই সাইট থেকে : www.educationboardresults.gov.bd

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট

Dhaka Board :https://dhakaeducationboard.gov.bd
Comilla Board :https://comillaboard.portal.gov.bd
Barisal Board :https://barisalboard.portal.gov.bd
Sylhet Board :https://sylhetboard.gov.bd
Chittagong Board :https://web.bise-ctg.gov.bd/bisectg
Jessore Board :https://www.jessoreboard.gov.bd
Rajshahi Board :http://www.rajshahieducationboard.gov.bd
Dinajpur Board :http://dinajpureducationboard.gov.bd
Madrasa Board :http://www.bmeb.gov.bd
Bangladesh technical education board (BTEB) :http://www.bteb.gov.bd

Rate this post

প্রাসঙ্গিক

2 Comments

  1. আপনাদের নিজউগুলো আমি সব সময় পড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page