ফলাফল

এইচএসসি রেজাল্ট কিভাবে হবে

২০২১ সালের এইচএসসি রেজাল্ট কিভাবে হবে বা কিভাবে ৩ বিষয়ের পরীক্ষায় পুরো ফলাফল নির্ধারণ হবে, এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল (সব বোর্ড) প্রকাশিত হবে।

এছাড়া এইচএসসি রেজাল্ট কিভাবে পাবেন? ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

করোনার কারণে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এইচএসসি রেজাল্ট ২০২১

পরীক্ষা :এইচএসসি ও সমমান ২০২১
ফলাফলের তারিখ :১৩ ফেব্রুয়ারির ২০২২
পরীক্ষার্থী সংখ্যা :১৩ লাখ ৯৯ হাজার+
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট :http://www.educationboardresults.gov.bd

এইচএসসি ফলাফল কিভাবে নির্ধারণ হবে

জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফলাফলে যোগ করা হবে।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত সময় থেকে যে কেউ ফলাফল দেখতে পারবে, এ ক্ষেত্রে কোনো এসএমএস রেজিস্ট্রেশন লাগবে। শুধু এসএমএসের মাধ্যমে ফলাফল জানতেই আগাম রেজিস্ট্রেশন করতে হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আপনার মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে জানতে পারবেন। বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে, SMS-এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে।

এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Y 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদ্রাসা – Mad
  • টেকনিক্যাল – Tec

HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
HSC<space>BOARDএর নামের ১ম ৩ অক্ষর<space>ROLL>YEAR লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য

এইচএসসির রেজাল্ট বা ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্নের উত্তর

প্রশ্ন: আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব? অথবা, রেজাল্ট ঘোষণা হওয়ার পর আমি কিভাবে আমার রেজাল্ট জানতে পারব?
উত্তর: সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2020 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এইচএসসি রেজাল্ট SMS ফরমেট

  • > সাধারণ শিক্ষা বোর্ড:
  • HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • উদাহরণ: HSC DHA  123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > মাদ্রাসা বোর্ড:
  • HSC<>MAD<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
  • > টেকনিক্যাল বোর্ড:
  • HSC<>TEC<>ROLL<>YEAR  এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

প্রশ্ন: Push/Pull সার্ভিসের জন্য চার্জ কত লাগবে?
উত্তর: ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর দেই তবে কি আমাকে চার্জ দিতে হবে?
উত্তর: হ্যাঁ। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য চার্জ দিতে হবে।

প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার রেজাল্ট নিতে পারি?
উত্তর: আপনি যতবার চান।

প্রশ্ন: আমি কখন রেজাল্টের বিস্তারিত (গ্রেড) জানতে পারব?
উত্তর: সাধারণত মূল রেজাল্ট প্রকাশের ২৪-৪৮ ঘণ্টা পর এটি প্রকাশ হয়।

প্রশ্ন: ডিটেইল রেজাল্ট রিকোয়েস্টের জন্য চার্জ কত লাগবে?
উত্তর:  ২.৫৫/SMS (সকল চার্জ)

প্রশ্ন: রেজাল্ট সঠিক কি না আমি কিভাবে নিশ্চিত হতে পারি?
উত্তর: বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।

প্রশ্ন: প্রতিটি বোর্ড নামের কি-ওয়ার্ড কি?
উত্তর: বোর্ডের জন্য কি-ওয়ার্ড: ঢাকা-Dha, বরিশাল-Bar, চট্টগ্রাম-Chi, কুমিল্লা-Com, যশোর-Jes, রাজশাহী-Raj, সিলেট-Syl, দিনাজপুর–Din, ময়মনসিংহ–Mym, মাদ্রাসা–Mad, টেকনিক্যাল-Tec
(শিক্ষা বোর্ড যেকোনো সময় তারিখ পরিবর্তন বা স্থগিতের অধিকার সংরক্ষণ করে)

প্রশ্ন: সকলের কি-ওয়ার্ড কি?

এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেসাধারণ শিক্ষা বোর্ডের জন্য
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেমাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরেটেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য




এইচএসসি ফলাফল এসএমএসে যেভাবে পাওয়া যাবে
এইচএসসি ফলাফল এসএমএসে যেভাবে পাওয়া যাবে

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page