একাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল ১০ এপ্রিল পর্যন্ত
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল করার সুযোগ ১০ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত।
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও ভর্তি বাতিল করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে কলেজগুলোকে এ ব্যাপারে চিঠি/বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে তথ্য সংশোধনের আবেদন করবেন। আবেদনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগইন করে তথ্য সংশোধন করবেন। এ জন্য কলেজ কর্তপক্ষ নির্ধারিত ফি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে তা বোর্ড জমা দিবেন। তবে, শিফট, ভার্সন ও ছবি পরিবর্তনে এবং ৪র্থ বিষয় বাতিলের জন্য শিক্ষার্থীদের কোন ফি দেয়া লাগবেনা। পরে বোর্ডের অনুমতি সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্য অনলাইনে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পারবেন।
এছাড়া অন্যান্য তথ্য সংশোধনের ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনে ২০০টাকা, গ্রুপ পরিবর্তনে ৮০০টাকা ও ভর্তি বাতিলের ফি ৬০০টাকা নির্ধারণ করা হয়েছে।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল সংক্রান্ত ১৭ জানুয়ারি ২০২১ তারিখের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এই লিংকে :
https://dhakaeducationboard.gov.bd/data/20210117161136666778.pdf