২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ মে ২০২০ তারিখে প্রকাশ হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। ফলাফল প্রকাশ সংক্রান্ত বৈঠকের জন্য শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে আগামী ২১ এপ্রিল ২০২০ (মঙ্গলবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন অনলাইনে ভিডিও কনফারেন্স করবেন বলে জানা গেছে।
ইতোমধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে বলে জানা গেছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে। এর জন্য স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী কিংবা অভিভাবকের মোবাইল নাম্বার জমা দিতে বলা হয়েছে।